https://www.somoyerdarpan.com/

3505

sylhet

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত : ০২ জুলাই ২০২৫ ১৬:৪২

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

পাথর পরিবহনকারী ট্রাকচালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করাসহ পাঁচ দফা দাবি আদায় না হলে আগামী ৫ জুলাই থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করে বলেন, ‘সিলেটের বর্তমান জেলা প্রশাসক জনগণের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করছেন। একটি বিশেষ দলকে সঙ্গে নিয়ে তিনি সিলেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

ব্যক্তি বিশেষের প্ররোচনায় গরিবের পেটে লাথি মারলে তার পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন তিনি।

এদিকে চলতি জুলাই মাসের প্রথম দিন থেকেই পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন জোরদার করে সিলেটের পরিবহন নেতৃবৃন্দ। ৫ দফা দাবির মধ্যে রয়েছে- পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং সিলেটের বর্তমান জেলা প্রশাসককে অপসারণ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘদিন ধরে বিষয়গুলো উপেক্ষা করে আসছে। ফলে শ্রমিক-মালিকরা পাথর পরিবহনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসনের একতরফা সিদ্ধান্ত ও জিরো টলারেন্স নীতির নামে চলমান অভিযান বন্ধ না হলে, তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হবেন। এর দায় সরকারকেই নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।