https://www.somoyerdarpan.com/

3500

sylhet

কোম্পানীগঞ্জে ধবংস করা হলো ১৭টি ক্রাশার মেশিন

প্রকাশিত : ০১ জুলাই ২০২৫ ১৩:২১

কোম্পানীগঞ্জে ধবংস করা হলো ১৭টি ক্রাশার মেশিন

সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভেঙে ফেলা হয়েছে ১৭টি ক্রাশার মেশিন। বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ১০টি মেশিনের।

সোমবার (৩০ জুন) উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় অভিযান চালানো হয়। টানা ছয় ঘণ্টার অভিযানে ক্রাশার মেশিনের সংযোগ বিচ্ছিন্নকরণসহ ভাঙা হয়। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকার উত্তর ও দক্ষিণ পাশে সকাল বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা ছিলেন।

অভিযান–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার ১৭টি ক্রাশার মেশিন ভেঙে ফেলা হয়। ১০টি মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় মেশিন চালানোর বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়। এছাড়া তিনটি আধাপাকা ঘর ভাঙা হয়। এছাড়া প্রায় ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাথর ভাঙার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।