https://www.somoyerdarpan.com/

3478

sylhet

সিলেটে করোনায় আক্রান্ত ২, একজন আইসিইউতে

প্রকাশিত : ১৬ জুন ২০২৫ ১৩:১০

সিলেটে করোনায় আক্রান্ত ২, একজন আইসিইউতে

সিলেটে আবারও নতুন করে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সিলেটের করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্তদের একজন সিলেট নগরীর বাসিন্দা এবং অপরজন সুনামগঞ্জ জেলার। দুজনেই পুরুষ এবং তাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। তিনি প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে করোনা শনাক্ত হলে শনিবার তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার (১৫ জুন) অপরজনও হাসপাতালে ভর্তি হন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.মো. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে একজন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। তার আগের দিন এক বৃদ্ধকে ভর্তি করা হয়েছে, যার অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে।

তিনি আরও বলেন, সবাইকে এখনই সতর্ক হতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা এবং নিয়মিত মাস্ক পরিধান করা জরুরি। সচেতন থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।