https://www.somoyerdarpan.com/

3406

bangladesh

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ মে ২০২৫ ১৩:১৩

ছবি: সংগৃহীত

বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করছিল একটি প্রতারক চক্র। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বগুড়ায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আটক দুইজন হলেন, শহরের শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। এ সময় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিব মিয়াকে (১৮) উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে চাকরি প্রত্যাশী সাকিব মিয়াকে উদ্ধার এবং চক্রের সদস্য বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়। পরে বায়েজিদের দেয়া তথ্যে শাকপালা এলাকায় নিজ বাসা থেকে চক্রের অন্যতম হোতা তাহের আলী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সাতজন চাকরি প্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক এবং ১৪টি স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, চক্রটি মূলত বিভিন্ন বাহিনীতে চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করত। কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তা নিজেদের কৃতিত্ব দাবি করে চুক্তি অনুযায়ী অর্থ হাতিয়ে নেয়।

তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগে অন্তত পাঁচজন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সেনাবাহিনীর অভিযানে আটক দুজন থানা হাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।