https://www.somoyerdarpan.com/

3273

bangladesh

সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু হানিফ পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেটি দুমড়ে-মুচড়ে যায়।
বদলগাছীতে দি ইউএসএআইডি আইন সহায়তা এ‍্যাকটিভির সভা

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস ছালাম এ ঘটনা নি‌শ্চিত ক‌রে‌ছেন, তি‌নি জানান ট্রাক‌টি পু‌লিশ হেফাজ‌তে আনা হ‌য়ে‌ছে ও ঘটনাস্থল থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।