https://www.somoyerdarpan.com/

3193

sylhet

নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে মুনতাহার লাশ উদ্ধার

প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪ ১৩:০৬

ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার ভাড়ারীফৌদ গ্রামে নিখোঁজের ৭ দিন পর আজ ভোরে ৬ বছরের মুনতাহা আক্তার জেরিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ মুনতাহার মৃতদেহ উদ্ধার করে।

 

গত ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার দুই দিন পর, ৫ নভেম্বর মুনতাহার পরিবার থানায় জিডি করেছিল।

সিলেটের কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলোক কান্তি শর্মা জানান, মুনতাহার হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মৃতদেহ পুকুরের কাদায় পুঁতে রাখা হয়েছিল। মুনতাহার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ মুনতাহার প্রাথমিক তদন্তে প্রতিবেশী আলীজান বিবি ও তার মেয়ে শামীমা বেগম মারজিয়াকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও আলীজানের বৃদ্ধা মা কুতুবজান বেগমকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এএসপি আলোক কান্তি জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, মুনতাহার বাবার সঙ্গে পূর্বের শত্রুতার জের ধরে তারাই শিশুটিকে হত্যা করেছে।

গত ৩ নভেম্বর বাবার সঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল মুনতাহা। বিকেলে বাড়ি ফিরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় সে। ৩টার দিকে শেষবারের জন্য তাকে দেখা যায়।

মুনতাহার বাবা শামীম আহমেদ বলেছিলেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। মেয়ের সন্ধান দিতে পারলে পুরষ্কার দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি।