https://www.somoyerdarpan.com/

2644

sylhet

সিলেট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৫

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ৪৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাগ গ্রামের শমিউর রহমান (৩৪) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের লিয়াকত শেখ (৩৫)।

আটকের পর তাদের তল্লাশি করে ১৬ হাজার টাকা ও ১০ হাজার দুশত ভারতীয় রুপি, দুটো মোবাইলফোন সেট, একটি ভারতীয় এটিএম কার্ড, চারটি ভারতীয় সিমকার্ড, দুটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সীমান্তের মেইন পিলার (নম্বর : ১৩৩৩) থেকে আনুমানিক ১৬০ গজ দূরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে কি কারণে ভারত যাচ্ছিলেন, এ বিষয়ে তারা কিছু বলেননি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করা টাকা-ভারতীয় রুপি ও মালামালসহ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে বিজিবি মামলা করেছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’