https://www.somoyerdarpan.com/

2420

sylhet

সিলেটে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪ ১৫:৪৯

সিলেটে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

 সিলেট মহানগরের বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সময় পুলিশ ও তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে।

বুধবার পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।প্রায় আধাঘণ্টা হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশের ধাও য়ায় ছাত্রদল পালিয়ে যায়। এসময় বন্দর ও জিন্দাবাজারের ব‍্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে পুরানলেন এলাকা থেকে যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আবারও পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ