https://www.somoyerdarpan.com/

2405

sports

আর্জেন্টিনা দলে আবারও ফিরবেন ডি মারিয়া?

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪ ১৪:৫৯

আর্জেন্টিনা দলে আবারও ফিরবেন ডি মারিয়া

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা শেষে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া অবসর নেবেন, সেটি আগেই জানিয়েছিলেন। রূপকথার গল্পের মতো শেষটা রাঙিয়ে দারুণভাবেই বিদায় নিয়েছেন ৩৬ বর্ষী উইঙ্গার। তবে দলটির বিশ্বজয়ী কোচ চাইছেন এই কিংবদন্তি আরও কিছুদিন দলের সঙ্গেই থাকুক।

টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জয়ী কোচ স্কালোনির সঙ্গে দলের তারকা মিডফিল্ডার নিকোলাস তালিয়াফিকোও এমন ইঙ্গিত দিয়েছেন। তবে ডি মারিয়া সহজেই যে তার মন পরিবর্তন করবেন না, সেটাও বুঝতে পারছেন কোচ।

অবসরের পর সতীর্থ ও কোচের সঙ্গে ডি মারিয়া ইতিমধ্যেই কথা বলেছেন। কোচ চেয়েছিলেন, ২০২৫ সালে স্পেন-আর্জেন্টিনার লা ফিনালিস্সিমা খেলে অবসরে যাক ডি মারিয়া। স্কালোনির সঙ্গে আলাপচারিতা অবশ্য ডি মারিয়ার কাছ থেকে ইতিবাচক কিছু পাওয়া যায়নি।

আবারও আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়টি নিয়ে ডি মারিয়া জানিছেন, ‘স্কালোনি জিজ্ঞেস করেছিলেন আরেকবার মাঠে নামব কি না? দেশের মানুষের জন্য, যাতে তারা বিদায় জানাতে পারে।’

‘‘তখন আমি তাকে বললাম, ‘আমি ব্রাজিলকে মারাকানায় হারিয়েছি, সবই জিতেছি আমি। এরপর কোপায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। এখন যেভাবে বিদায় বলেছি, আমার মতে এটা সবচেয়ে সেরা। আমি আবারও আসার কথা জানিয়েছি, তবে খেলার জন্য নয়। শেষপর্যন্ত জাতীয় দলের জার্সিতে আমার লক্ষ্য পূরণ হয়েছে, বিদায় পেয়েছি। সব মিলিয়ে দারুণ এক রাত কেটেছে।’’