https://www.somoyerdarpan.com/

3515

sports

বিশ্বকাপে খেলতে চায় বাংলার মেয়েরা

প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫ ১২:১০

বিশ্বকাপে খেলতে চায় বাংলার মেয়েরা

 

এশিয়ান কাপ নয়, আফিদা-ঋতুপর্ণাদের স্বপ্ন আরো বড়। লাল-সবুজের এই দেশটাকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান তারা। বাংলার এই অদম্য নারীরা খেলতে চান বিশ্বকাপ। সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই জানান তারা।

উড়ছেন আফিদা-ঋতুপর্ণারা, উড়াচ্ছেন দেশকে। একের পর এক কীর্তিতে দেশকে ভাসাচ্ছেন আনন্দের জোয়ারে। সেই তাদের একটু আনন্দ দিতে সংবর্ধনার আয়োজন করে বাফুফে।

ইতিহাস গড়ে চলতি সপ্তাহে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাইপর্বের তিন ম্যাচ জিতেই এই কীর্তি গড়ে তারা।

এমন অবিশ্বাস্য স্বপ্নপূরণের পর আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। এদিকে তাদের এই অর্জনের স্বীকৃতি দিতে জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে অবিশ্বাস্য হলেও সত্য, রোববার রাত আড়াইটার পর গড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের এই সংবর্ধনা অনুষ্ঠান। রাত দেড়টায় দেশে অবতরণের পর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে নেয়া হয় ফুটবলারদের।

সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ অনেকে।

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। যেখানে তাদের উদ্দেশ্যে কথা বলেন ঋতুপর্ণা-আফিদারা।

ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়, ফুটবল কোনো ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি, কিভাবে কঠিন পরিস্থিতিতে ফাইট করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা এশিয়া নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’

একই সুর ছিল অধিনায়ক আফিদার কণ্ঠেও। তিনি বলেন, ‘এই মুহূর্ত ভোলার মতো নয়। আমরা যেন আর ভালো কিছু করতে পারি, তার জন্য দোয়া করবেন। কেবল দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারি।’