https://www.somoyerdarpan.com/

2252

sports

পেনাল্টি বঞ্চিত ভিনিচিয়াস, ভুল স্বীকার কনমেবলের

প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪ ১৫:১৯

কোপা আমেরিকায় ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল সেটা। এই ড্রয়ে ব্রাজিল গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে যায়। তাদের সুযোগ ছিল শীর্ষে থাকার। এই ম্যাচে ভিনিচিয়াস জুনিয়রকে পেনাল্টি বক্সে ফাউল করেন কলম্বিয়ার ডানিয়েল মুনোজ। রেফারি এড়িয়ে যান এবং পেনাল্টি দেননি। দক্ষিণ আমেরিকার ফুটবলে সর্বোচ্চ সংস্থা (কনমেবল) ভিডিওবার্তায় ভুল স্বীকার করেছে। মাঠের রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) ধারণা করেছে, মুনোজ শুধু বল ট্যাকল করার চেষ্টা করেছে!

 

প্রথম পর্বে কলম্বিয়া, ব্রাজিল, কোস্টারিকা ও প্যারাগুয়ে গ্রুপ ‘ডি’ তে ছিল। কলম্বিয়া সাত পয়েন্ট নিয়ে শেষ আটে গেছে। আর ব্রাজিল পাঁচ পয়েন্ট অর্জন করে হয় দ্বিতীয়। কোস্টারিকা ও প্যারাগুয়ে বিদায় নেয়। ব্রাজিল এই কলম্বিয়ার ম্যাচটি জিতে গেলে সাত পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে পারতো। ৪২ মিনিটে মুনোজ ফাউল করেন। তখন ব্রাজিল ১-০ গোলের লিডে ছিল।

কনমেবল বিশেষ ভিডিওবার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘ পেনাল্টি বক্সে বল দখল করতে গিয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি সেটা পায়ে আঘাত হেনেছে। এর ফলে সংঘর্ষ হয় এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা যৌক্তিক ছিল না। রেফারি পুরোটা দেখতে ব্যর্থ হন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’

ব্রাজিল ও কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিল সাত জুলাই ভোরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে খেলবে উরুগুয়ের সঙ্গে। লড়াই সহজ হবে না। এই আসরের অন্যতম সেরা দল উরুগুয়ে।

কোপা আমেরিকায় ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল সেটা। এই ড্রয়ে ব্রাজিল গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে যায়। তাদের সুযোগ ছিল শীর্ষে থাকার। এই ম্যাচে ভিনিচিয়াস জুনিয়রকে পেনাল্টি বক্সে ফাউল করেন কলম্বিয়ার ডানিয়েল মুনোজ। রেফারি এড়িয়ে যান এবং পেনাল্টি দেননি। দক্ষিণ আমেরিকার ফুটবলে সর্বোচ্চ সংস্থা (কনমেবল) ভিডিওবার্তায় ভুল স্বীকার করেছে। মাঠের রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) ধারণা করেছে, মুনোজ শুধু বল ট্যাকল করার চেষ্টা করেছে!

 

প্রথম পর্বে কলম্বিয়া, ব্রাজিল, কোস্টারিকা ও প্যারাগুয়ে গ্রুপ ‘ডি’ তে ছিল। কলম্বিয়া সাত পয়েন্ট নিয়ে শেষ আটে গেছে। আর ব্রাজিল পাঁচ পয়েন্ট অর্জন করে হয় দ্বিতীয়। কোস্টারিকা ও প্যারাগুয়ে বিদায় নেয়। ব্রাজিল এই কলম্বিয়ার ম্যাচটি জিতে গেলে সাত পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে পারতো। ৪২ মিনিটে মুনোজ ফাউল করেন। তখন ব্রাজিল ১-০ গোলের লিডে ছিল।

কনমেবল বিশেষ ভিডিওবার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘ পেনাল্টি বক্সে বল দখল করতে গিয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি সেটা পায়ে আঘাত হেনেছে। এর ফলে সংঘর্ষ হয় এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা যৌক্তিক ছিল না। রেফারি পুরোটা দেখতে ব্যর্থ হন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’

ব্রাজিল ও কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিল সাত জুলাই ভোরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে খেলবে উরুগুয়ের সঙ্গে। লড়াই সহজ হবে না। এই আসরের অন্যতম সেরা দল উরুগুয়ে।