https://www.somoyerdarpan.com/
2210
sylhet
প্রকাশিত : ০১ জুলাই ২০২৪ ১৯:৪৪
হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ, ম্যানেজারসহ আটক ৮
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকায় একটি আবাসিক হোটেলের ম্যানেজারসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ জুন) সন্ধ্যায় সিলেট নগরের তালতলায় হোটেল বিলাস-এ অভিযান পরিচালনা করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি শাহরিয়ার আল মামুন জানান, অভিযানে হোটেলটির ম্যানেজার, স্টাফ, খদ্দের ও পতিতাসহ মোট আটজনকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাসেল আহমেদ (২৫), জমির (৩৫), মো. এমদাদুল হক (৪৬) নুরুল আমিন (৫৩), তাপস দাস (৩২) জুনায়েদ খান (২৭), রিনা (৪০) ও রাবিয়া (৩৫)।
তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে এডিসি বলেন, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।