https://www.somoyerdarpan.com/

2160

sylhet

বন্যার্তদের মাঝে প্রতিনিয়ত চলছে সিসিকের ত্রাণ কার্যক্রম

প্রকাশিত : ২৭ জুন ২০২৪ ২২:৪৯

বন্যার্তদের মাঝে প্রতিনিয়ত চলছে সিসিকের ত্রাণ কার্যক্রম

সিলেট সিটি কর্পোরেশনের  উদ্যোগে বন্যার্তদের মাঝে চলমান রয়েছে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ। 


সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে বন্যার শুরু থেকেই সিলেট সিটি কর্পোরেশনের আঙিনায় প্রায় প্রতিদিন বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণের কার্যক্রম শুরু হয়। এই খাবারগুলো প্রতিদিন বন্যা কবলিত এলাকা এবং আশ্রয়কেন্দ্র গুলোতে পৌঁছে দেয়ার জন্য নিয়োজিত থাকেন সিটি কর্পোরেশনের প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী, যা সরাসরি মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে সম্পাদিত হয়ে থাকে।

বন্যা পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের এমন কার্যক্রম জনমনে প্রশংসিত। 
সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সিসিকের অনেক এলাকায় বাসা বাড়িতে মানুষ পানি বন্দী। যার কারণে রান্না করা খাবার খেতে পারছেন না অনেক পরিবার।  তাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে সিসিকের রান্না করা খাবার। 

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর সময়ের দর্পণকে জানান,  যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত সিসিকের এ কার্যক্রম অব্যাহত থাকবে।