https://www.somoyerdarpan.com/

2108

sylhet

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সিলেট আগমন

প্রকাশিত : ২৪ জুন ২০২৪ ১২:১৩

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

দুই দিনের সফরে আজ সোমবার সিলেট এসে পৌঁছেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। সোমবার (২৪ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সিলেট আসেন। তাঁদেরকে বিমানবন্দরে স্বাগত জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, সিসিক মেয়র সহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর সিলেট ভয়েস গুগল নিউজ চ্যানেলে।

সোমবার (২৪ জুন) ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে সকাল ৮:৩০ মিনিটের সময় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর কর্মসূচি সূচনা করেন। এরপর তাঁর গাড়িবহর পৌঁছায় সিলেট সার্কিট হাউজে৷

উল্লেখ্য, দুই দিনের সফরে আজ সোমবার সিলেটের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ২৪ নং ওয়ার্ড তেররতন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এরপর বেলা ১২টায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় প্রঙ্গণে ত্রাণ সহায়তা বিতরণ ও দুপুর ১টায় সিলেট—৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলামে ত্রাণ বিতরণ করবেন তিনি।

তিনি সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন ।