https://www.somoyerdarpan.com/

1811

sylhet

২৮ ডিসেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন

প্রকাশিত : ২২ মে ২০২৪ ১৪:২৪

ছবি : সংগ্রহীত

মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমইউ) সিলেটের ৪র্থ সমাবর্তন ২৮ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের বটেশ্বরে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন হবে।

২০১৮ সালের ৪ আগস্ট ৩য় সমাবর্তনের পর থেকে আগামী স্প্রিং জুন ২০২৪ এর চূড়ান্ত পরীক্ষা ও সেপ্টেম্বর ২০২৪ এ অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন এবং সনদ পাবেন।

৪র্থ সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।