https://www.somoyerdarpan.com/
1638
bangladesh
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪ ১৭:১১
রোববার (২৮ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকায় নিজ বাসা থেকে কালুরঘাটের ফেরি করে বোয়ালখালীর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। হঠাৎ ফেরিতে অবচেতন হয়ে ঢলে পড়লে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংঘটনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মোস্তফা আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। সকালে তিনি বাসা থেকে প্রায় ৩০০ মিটার হেঁটে ফেরিতে আসেন। প্রচণ্ড গরমে সেখানে অসুস্থতাবোধ করে ঢলে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরীর বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়।