https://www.somoyerdarpan.com/

1626

bangladesh

সড়ক দুর্ঘটনা-

প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪ ১৭:০৭

ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর নামক স্থানে বেলা ১১টার দিকে নালিতাবাড়িগামী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান এক নারীসহ দুইজন। আর আহত হন চারজন। তাদের ‍উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। বাসটি আটক রয়েছে, তবে চালক পালিয়ে গেছে।