https://www.somoyerdarpan.com/

1613

bangladesh

সড়ক দুর্ঘটনা-

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪ ১৫:২১

যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা তরমুজবোঝাই ট্রাকের পেছনে কাঠবোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কাঠবোঝাই ট্রাকের চালক হযরত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে। নিহত রাকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল নতুনপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুকনগরের দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক আজ ভোরে উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা তরমুজবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাঠবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী রাকিব হোসেন মারা যান। ওই কাঠবোঝাই ট্রাকের চালক ছিলেন হযরত আলী। আর তরমুজবোঝাই ট্রাকটি ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়।

খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। কাঠবোঝাই ট্রাকের চালক হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে।