https://www.somoyerdarpan.com/

1611

sports

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: হাইব্রিড মডেলে হবে আয়োজন

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪ ১৪:০০

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। অনেক জল ঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। যার ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আগামী বছর আরও একটি বড় টুর্নামেন্টের আয়োজক হিসেবে রয়েছে বাবর আজমের দেশ। ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। কিন্তু এবারও ভারতের আপত্তি।

১৯৯৬ সালের পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে পাকিস্তানে। আগামী বছর পাকিস্তানে নতুন করে মাঠে গড়াচ্ছে নকআউট বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্ট যতই এগিয়ে আসছে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন পরিস্থিতি জটিল করে তুলছে।

গত বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যায়নি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও নাকি একইভাবে হাইব্রিড মডেল দাবি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

এক যুগেরও বেশি সময় ধরে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোতেই শুধু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে মুখোমুখি হতে দেখা যায়। গত কয়েকদিন থেকে ফের নিয়মিত ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে আলোচনা চলছে। প্রথমে লাল বলে নিয়তই টেস্ট সিরিজ আয়োজনের আহ্বান জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাকে সমর্থন জানান পাকিস্তানি কিংবদন্তি শহিদ আফ্রিদি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির মধ্যে নিয়মিত লড়াই দেখার রোমাঞ্চে ভাসা শুরু করেছিলেন সমর্থকরা।

সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে দিয়েছে আইএএনএসের প্রতিবেদন। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে সংস্থাটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে।

দীর্ঘ ১৭ বছর আগে দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে পাকিস্তান দলের ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ বাতিল করা হয়। তবে নিজেদের মধ্যে সিরিজ না খেললেও আইসিসি ও এসিসির টুর্নামেন্টে নিয়মিত মুখোমুখি হয়েছে এই দুই দল।