https://www.somoyerdarpan.com/

1606

bangladesh

সড়ক দুর্ঘটনা-

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের ঠাকুরগাঁও ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে বোদা উপজেলার খাটোপাড়া কাঁঠালতলী এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা বিবরণে স্থানীয়রা জানায়, সকালে দেবীগঞ্জ থেকে বোদা উপজেলা শহরের দিকে পানবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,

“আমরা ট্রাক ও ট্রাক্টর আটক করেছি। তবে ট্রাকের চালকও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।