https://www.somoyerdarpan.com/

1591

sylhet

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেটে উপজেলা নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪ ১৩:৫৮

গেলো সংসদ নির্বাচনের ন্যায় চলতি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলো বিএনপি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেটে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপি নেতারা। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন সোমবার (২২ এপ্রিল) থাকলেও সিলেটের তিনটি উপজেলা ( বিশ্বনাথ, গোয়াইনঘাট, জৈন্তাপুর)’য় বিএনপি নেতারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন নি। ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেতারা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সিলেট  সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো সোমবার (২২ এপ্রিল)। কিন্তু শেষদিন পর্যন্ত সিলেটের তিনটি উপজেলায় প্রার্থী হওয়া বিএনপি নেতারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।

জানা যায়- সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন বিএনপি নেতা। তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী। এছাড়া গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন ও জৈন্তাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন নির্বাচন করছেন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাচ্ছে না এটা আগে জানিয়ে দেয়া হয়েছে। তারপরও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।