https://www.somoyerdarpan.com/
1590
bangladesh
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪ ১৩:২৯
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) তথ্য বলছে, সারা দেশে বর্তমানে প্রায় ৮০ হাজারের বেশি পোল্ট্রি খামার রয়েছে। যার প্রতিটিতে পড়ছে চলমান তাপপ্রবাহের বিরূপ প্রভাব। তাপমাত্রা কমাতে ঘরের চালে পানি ছিটানোসহ নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না মুরগির মৃত্যু।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক পোল্ট্রি ব্যবসায়ী জানান, গত কদিনের গরমে তার খামারে প্রতিদিন গড়ে মারা গেছে ৫০ থেকে ৬০ টি মুরগী। একইসাথে তাপমাত্রার বিরুপ প্রভাব পড়েছে মাংস ও ডিম উৎপাদনে।
এই এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও একই কথা বলেন। খামারিরা বলছেন, মুরগিকে ওষুধ ও পানি খাইয়েও বাঁচিয়ে রাখা যাচ্ছে না; প্রতিদিনই মারা যাচ্ছে।
বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন, প্রচণ্ড গরমে প্রচুর মুরগি মারা যাচ্ছে। এতে কমে যাচ্ছে উৎপাদন; বাড়ছে খরচ। ফলে লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন অনেক খামারি।
এদিকে চলমান তাপপ্রবাহের কারণে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের আশঙ্কা, সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে অন্তত ২০ হাজার খামার। এ সংকট মোকাবেলায় সরকারি পৃষ্টপোষকতা ও সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা।