https://www.somoyerdarpan.com/
1588
bangladesh
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪ ১২:৪৫
মোহাম্মদ শাহ-আলম হিটস্ট্রোক করেছিলেন বলে জানান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
ঘটনাসূত্রে জানা যায়,
গত শনিবার পুলিশ সদস্য মোহাম্মদ শাহ-আলম ছুটিতে তার গ্রামের বাড়ি বাউফলে যান। সোমবার রাতে ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি তীব্র গরমে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।
নিহত মোহাম্মদ শাহ-আলম পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।