https://www.somoyerdarpan.com/

1587

bangladesh

বিএনপির পর এবার আওয়ামী লীগের শান্তি সমাবেশও স্থগিত

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪ ১২:৩৪

পুলিশের অনুমতি না পাওয়ায় ২৬ এপ্রিল রাজধানীতে পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ।

সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়েছে,

“ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে শান্তি সমাবেশ আপাতত স্থগিত করা হলো। পরবর্তীতে সমাবেশের তারিখ জানানো হবে”।

এর আগে রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে ২৬ এপ্রিল সমাবেশের কথা জানানো হয়।

এদিকে ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে চলমান হিট অ্যালার্ট জারির কারণে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে দলটি।

গরমের তীব্রতা কমে এলে দু-একদিনের মধ্যে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করার কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।