https://www.somoyerdarpan.com/
1585
bangladesh
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪ ১৬:৫৬
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে ১৭টি জুয়েলারি, ৭টি কাপড় ও ১টি মনিহারি দোকানসহ ২৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকার রবিবার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনি বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা তাদের।