https://www.somoyerdarpan.com/

1581

bangladesh

সড়ক দুর্ঘটনা-

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪ ১৩:৪৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছেনও আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (২২ এপ্রিল) ভোরে বগুড়া-নগরবারী মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“ভোরে পাবনা থেকে ঢাকাগামী সি-লাইনের পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া নগরবারী মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত এবং আহত হয়েছেন অন্তত আরও ৫ জন”। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত আল শামিম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা।