https://www.somoyerdarpan.com/
1580
bangladesh
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪ ১৩:৩৩
সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অটোভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় আড়াই বেপারির বাড়ির শফিক মিয়ার সঙ্গে। এ সময় আলিম সরকার বাড়ির বশির মিয়ার ছেলে হলুদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। এ ঘটনায় আড়াই বেপারির বাড়ির লোকদের হাতে আলিম সরকারের বাড়ির একটি ছেলেকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও একটি রেস্তোরাঁয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জসহ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে র্যাব ও পুলিশ অন্তত ১২ জনকে আটক করেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“আমরা ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদানও লোকজনের জানমালের ক্ষতি সাধনের অভিযোগে মামলা দায়ের করা হবে”।