https://www.somoyerdarpan.com/

1579

sports

আইপিএল যেন বিশ্বকাপের প্রস্তুতির ভালো সুযোগ তৈরী করে দিয়েছে টিম অস্ট্রেলিয়াকে

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪ ১৩:০৭

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সব দিক থেকেই সেরা তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। আইপিএল দিয়ে এই ফরম্যাটের জন্য প্রস্তুত হচ্ছেন অজি ক্রিকেটাররা। অন্যদিকে নিজেদের দেশের আইপিএলের সুবিধা নিতে পারছে না ভারত।

কাড়ি কাড়ি অর্থের টুর্নামেন্ট আইপিএল এখন ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয়। আসন্ন বিশ্বকাপের আগে অধিকাংশ দলই গুরুত্ব দিচ্ছে এই টুর্নামেন্টের পারফরম্যান্সকে। তবে যাদের দেশের লিগ তারাই সুবিধা নিতে পারছে না।

২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়ন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ক্যাঙ্গারুরা। তবে পরের বছর সেই শিরোপা ধরে রাখতে পারেনি তারা। তবে এ বছর আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করলে এবার ভালো প্রস্তুতি নিয়েই বিশ্ব আসরে নামবে অস্ট্রেলিয়া।

২০২৩ সালে ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের ৫ মাস পর টিম ইন্ডিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে অজিরা। এবার তাদের দেশের আইপিএল অজিদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছে শর্টার ফরম্যাটের বিশ্বকাপের জন্য।

২০২৪ সালের আইপিএলে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন গ্রিনসহ অজিদের খেলছে মোট ১২ ক্রিকেটার। একের পর এক বিধ্বংসী ইনিংস যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ট্র্যাভিস হেড। তিনি এখন পর্যন্ত ৬ ইনিংসে ২১৬ স্ট্রাইকরেটে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ৩২৪ রান। অরেঞ্জ ক্যাপের রেসেও আছেন দ্বিতীয় স্থানে। তার সাথে দলটির অধিনায়ক প্যাট কামিন্সও আছেন দারুণ ছন্দে।

আইপিএলের মাধ্যমে আবার নতুন সম্ভাবনা নিয়ে এসেছেন অজি তরুণ ক্রিকেটার জেক ফ্রেসার ম্যাকগার্ক। ২২ বছর বয়সী এই ক্রিকেটার মাত্র তিন ম্যাচে সুযোগ পেয়েই দেখিয়েছেন ঝলক। ৩ ইনিংসে ২২২ স্ট্রাইকরেটে ২ ফিফটিতে করেছেন ১৪০ রান। তার এমন পারফরম্যান্স এর জন্য বিশ্বকাপ দলে বিবেচনা করা হচ্ছে তাকে।

অন্যদিকে ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর এই ফরম্যাটের বিশ্বকাপে কোনো শিরোপা জিততে পারেনি ভারত। ২০২১ সালেও আইপিএলের পরপর বিশ্বকাপে গিয়েছিলেন বিরাট-কোহলিরা। সেবার সেমিতেও খেলতে পারেনি টিম ইন্ডিয়া।