https://www.somoyerdarpan.com/
1571
sylhet
প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪ ১২:৩৬
ঈদ পরবর্তী সারাদেশে চলছে তীব্র দাবদাহ। এতে কয়েকটি জেলায় জারি করা হয় হিট অ্যালার্ট। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সহসাই গরমের চোখ রাঙানি থেকে মুক্তি মিলছে না। তবে এরই মধ্যে দেশের ৩ বিভাগে বৃষ্টির সুসংবাদ দেয়া হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃষ্টির এ পূর্বাভাসের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়,
“লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে”।
এর পরবর্তী ৪৮ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।