https://www.somoyerdarpan.com/
1561
sports
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪ ১৮:৩৫
৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র ছিল মুস্তাফিজুর রহমানের। তবে পরদিন অর্থাৎ ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের খেলা থাকায় ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে মুস্তাফিজকে বাড়তি একদিনের 'ছুটি' দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ ২ মে দেশে ফিরে আসতে হবে এই বাঁহাতি পেসারকে। এরপর আর চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজ।
এমন আলোচনার মধ্যে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে স্কোয়াডে যুক্ত করেছে সিএসকে। এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন ডানহাতি এই পেসার। ধারণ করা হচ্ছে, মুস্তাফিজের অভাব পূরণের ভাবনা থেকেই গ্লিসনকে দলে টেনেছে চেন্নাই।
যদিও জাতীয় দলের হয়ে এখনো ওয়ানডে ও টেস্ট খেলার সুযোগ হয়নি গ্লিসনের। ২০২২ সালে ৩৪ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয় গ্লিসনের। এখন পর্যন্ত ইংলিশদের হয়ে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট নিয়েছেন ৯টি।