https://www.somoyerdarpan.com/
1560
bangladesh
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪ ১৭:০২
ফরিদপুরের সালথায় গভীর রাতে আগুনে পুড়ে ১২টি দোকানের পণ্য ছাই হয়ে গেছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সালথা ও নগরকান্দার ফায়ার সার্ভিসের দুটি দল এসে যৌথভাবে আগুন নেভায়। এতে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মাঝারদিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার রাত ১০টার পর দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে বাজারের ইসরাফিল শেখের মুদি দোকান থেকে আগুন লেগে তা আশপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে ব্যবসায়ী ইসরাফিল শেখের একটি মুদি দোকান, হাবিব মাতুব্বর ও শফি ফকিরের দুটি হার্ডওয়্যারের দোকান, নিজাম খাঁর একটি কম্পিউটারের দোকান, , আরিফ মোল্যার দুটি আইসক্রিম ও কবুতরের দোকান, মহিদুল শেখ, বজলু মাতব্বর ও রেজাউলের ছয়টি পেঁয়াজের আড়ত ঘরসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তাদের দাবি এতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের একজন স্টেশন অফিসার জানান, গভীর রাতে মাঝারদিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী মাঝারদিয়া বাজারে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।