https://www.somoyerdarpan.com/

1556

bangladesh

চট্টগ্রাম ওয়াসার অবহেলায় লাখো মানুষ পানির তীব্র সংকটে

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪ ১৪:৫৬

গরম বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামজুড়ে বাড়ছে পানির হাহাকার। অথচ ওয়াসার অসংখ্য পাইপলাইনে ফুটোর কারণে প্রতিদিন আড়াই কোটি এবং বছরে ৯১২ কোটি লিটার পানি অপচয় হচ্ছে। যার কারণে পানির সংকটে রয়েছে ৯০ হাজার গ্রাহক। তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার ৬১ শতাংশ পানির দাম বাড়নোর প্রস্তাবে নগরবাসী ক্ষুব্ধ।

মাত্র গ্রীষ্মের শুরুতেই চট্টগ্রাম জুড়ে চলছে সুপেয় পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলিসহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ।

একদিকে যখন পানির জন্য হাহাকার, অন্যদিকে খোদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনে পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ দেড় মাস ধরে। পানিতে সয়লাব পুরো এলাকা। অথচ খাওয়ার জন্য মিলছে না পানি। গোটা নগরজুড়ে এরকম অসংখ্য পাইপে ফুটো।

হালদা ও কর্ণফুলি নদীর পনি পরিশোধন করে ৯০ হাজার গ্রাহককে প্রতিদিন সরবরাহ করা হয় ৫০ কোটি লিটার পানি। যার ৩০ শতাংশই নষ্ট হচ্ছে পাইপের ফুটোর কারণে। এদিকে, পানি সংকটের মধ্যেই ৬১ শতাংশ দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

এক হিসাব বলছে, গত পাঁচ বছরে ১২০০ কিলোমিটার পাইপলাইনে ১০ হাজার ৪৬৮টি ফুটো হয়েছে। মেরামতে খরচ সাড়ে ৬ কোটি টাকা। প্রতিদিন আড়াই কোটি, আর বছরে ৯১২ কোটি লিটার পানির অপচয় হয়, যার মূল্য ২৫ কোটি টাকা।

ক্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলছেন, ফুটো যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা। যার প্রভাব সরাসরি পড়ে ভোক্তার ওপর।