https://www.somoyerdarpan.com/
1551
bangladesh
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪ ১২:৪৪
তিনি বলেন,
“ম্যাসেজ টু কমিশনার' এক প্রবাসীর অভিযোগ আমলে নিয়ে মাঠে নামেন গোয়েন্দারা। গ্রেফতার করা হয় চক্রের দুজনকে। এর বাইরেও তন্ত্র, মন্ত্র আর ঝারফুঁকের বদৌলতে ২৪ ঘণ্টার মধ্যে, যে কোনো সমস্যা সমাধানের নিশ্চয়তা দিয়েও তারা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা”।
প্রবাসীদেরকে টার্গেট করে অনলাইনে সক্রিয় এক শ্রেণির প্রতারক। তারা ২৪ ঘণ্টার মধ্যে বদজ্বীন থেকে মুক্তি, জাদু টোনা, বশিকরণ এমনকি বিচ্ছেদে পারদর্শী এ চক্রের সদস্যরা। আর এরকম ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই বলেও জানান তিনি। চক্র
মশিউর রহমান বলেন,
“এ চক্রের প্রতারণার আরেক হাতিয়ার অনলাইনে স্বর্ণালংকার বিক্রি। সামান্য পরিমাণ ডাউনপেমেন্ট দিয়ে যে কোনো মূল্যের স্বর্ণালংকার ক্রয় করতে পারবেন প্রবাসীরা। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায়নি অনেকেই। জুয়েলারি আইটেম বুঝে পাওয়ার আগেই, তারা প্রতারকদের নির্দেশনা অনুসরণ করে টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের অ্যাকাউন্টে। সম্প্রতি এক প্রবাসী ‘ম্যাসেজ টু কমিশনার’ এ সংক্রান্ত একটি অভিযোগ আসে। পরে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করার পর দুজনকে গ্রেফতার করি”।
তিনি আরও বলেন,
“অনলাইনে স্বর্ণালংকার কেনার আশায় রেমিটেন্স যোদ্ধারা বিকাশের মাধ্যমে তাদের কাছে ২০ হাজার, ২৫ হাজার টাকা পাঠিয়েছে। টাকা দেয়ার পর পরই তাদের বিকাশ নাম্বার, মোবাইল ও হোয়াটসআপ নাম্বার বন্ধ হয়ে যায়। প্রবাসীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আবার অনেক প্রবাসী প্রতারক কবিরাজদের ফেসবুকে বিজ্ঞাপন দেখেও তাদের বিনিয়োগ করেছেন। কিছুদিন পর তাদের (প্রতারক) উদ্দেশ্য হাসিল হওয়ার পর এইসব কবিরাজরাও তাদের ফেসবুক পেজ বন্ধ করে দেয়। এভাবে তারা প্রতারণা করে থাকে”।
এরকম প্রতারণার হাত থেকে প্রবাসীদেরকে বেচেঁ থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।