https://www.somoyerdarpan.com/

1540

bangladesh

এবার জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে মুক্তির আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪ ১২:৩৮

 এবছর নিয়ন্ত্রণে আছে ঢাকা দক্ষিণের মশা একইসাথে জলাবদ্ধতা ও হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন।

তাপস বলেন,

“যাত্রাবাড়ী, জুরাইনে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রয়েছে। মশক নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই, কর্মীরা তাদের কার্যক্রমে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোথাও মশার উপদ্রব বাড়লে আমরা ব্যবস্থা নেব”।

সেইসাথে তিনি এ বছর জলাবদ্ধতা না হওয়ার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন,

“গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল এবার সে এলাকায় কাজ করা হয়েছে। তাই জলাবদ্ধতা না হওয়ায় সম্ভাবনা আছে। পানি প্রবাহের ব্যবস্থা করায় জলাবদ্ধতা রোধ করা যাবে। শহরের দু’একটি জায়গা ছাড়া কোথাও জলাবদ্ধতা হবে না”।

এ সময় তিনি পান্থকুঞ্জ পার্কের কাজ নিয়েও কথা বলেন। তিনি বলেন,

“পান্থকুঞ্জ এলাকা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য উদ্যানের কাজ স্থগিত হয়। এখন কাজ চলছে। জুলাই আসার আগেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে জনগণকে নন্দিত পার্ক উপহার দেয়া হবে”।