https://www.somoyerdarpan.com/
1529
sylhet
প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪ ১২:৪৭
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার কারণে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এর পরের ৪৮ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়াও জানানো হয় ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু এলাকায় দাবদাহ প্রশমিত হতে পারে।এসময় উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পটুয়াখালীর খেপুপাড়ায় সোমবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের অন্যান্য জায়গায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে ছিল। ওপরদিকে, আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।