https://www.somoyerdarpan.com/

1528

sports

গ্লোবাল টি-টোয়েন্টি (কানাডা) খেলবেন সাকিব

প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪ ১৫:৩৪

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরে অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান। ১৩ ম্যাচে ২২৫ রানের পাশাপাশি ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল বাঁহাতি এই স্পিনারের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রামে ছিলেন। তারপর আবার ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) এ মাঠে ফিরেন তিনি।

 জানা গেছে, কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লীগে খেলতে চলেছেন সাকিব। গেল আসরে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। এবারও একই দলের হয়ে খেলার কথা রয়েছে।

সূত্র থেকে জানা যায়,“ বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে খেলবেন সাকিব। আগের মৌসুমের দলেই খেলার কথা রয়েছে তার। যদিও টুর্নামেন্টের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি”। প্রতি বছর জুন-জুলাইয়ে গ্লোবাল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও এবার বিশ্বকাপের কারণে তা পিছিয়ে হতে পারে জুলাই-আগস্টে।

এদিকে গত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। যার কারণে বিপিএলেও কয়েকটি ম্যাচে ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। বিপিএলের মাঝ পথে সিঙ্গাপুরে ডাক্তারেরও শরণাপন্ন হতে হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এরপর সুস্থ হয়ে খেলেছেন ডিপিএল ও শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এক বছরের বিরতি দিয়ে টেস্ট সিরিজ খেললেও সাকিবকে নিয়মিত দেখা যাবে জাতীয় দলে।