https://www.somoyerdarpan.com/
1518
sports
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪ ১৩:৫১
গাজী টায়ার্সের বিপক্ষে বল করেন কেবল মোহামেডানের রনি ও নাসুম। তাদের দুজনের বোলিংয়ে মাত্র ৪০ রানে অলআউট হয়ে যায় গাজী। লিস্ট এ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে এটা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সর্বনিম্ন স্কোর ৩৫, ক্রিকেট কোচিং স্কুলের (আবাহনীর বিপক্ষে)।
গাজীকে অলআউট করতে নাসুম ৬ ওভারে ২০ রান দিয়ে নেন বাকি ৩ উইকেট। রনিও নাসুমের সমান সংখ্যক ওভার করেন। ৯ উইকেটে জয় পায় মোহামেডান। জবাবে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। রনি তালুকদার ১২ রান করে আউট হওয়ার পর ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। কায়েস ১৯ ও অঙ্কন ৫ রান করেন।
এ জয়ের পর ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে মোহামেডান। এর বিপরীতে গাজী টায়ার্স ৪ পয়েন্ট নিয়ে আছে ৯ নম্বরে।