https://www.somoyerdarpan.com/
1516
sylhet
প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৬
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ৩ জন সদস্য বুধবার দাপ্তরিক নানা অনিয়মের অভিযান চালিয়ে তদন্ত করে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে দুদকের এ অভিযান বলে জানা গেছে। সংশোধন
জানা গেছে, দুদকের তদন্ত দলের সদস্যরা বিয়ানীবাজার নির্বাচন অফিসে এনআইডি সংশোধনে আবেদন করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। যার পরে তারা সরেজমিনে নির্বাচন অফিসে গিয়ে নানা অনিয়ম দেখতে পায়।
সবচেয়ে বেশি অভিযোগ ওঠছে, জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে। জাতিয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিস কার্যালয়ে দিনের পর দিন ঘুরেও সংশোধন করা সম্ভব হচ্ছে না। একের পর এক প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার পরও ব্যর্থ হচ্ছেন সেবাপ্রার্থীরা। এমনকি তথ্যগত ভুলের জন্য আবেদনকারীরা তা বাতিলের জন্যও সংশ্লিষ্টদের দপ্তরে হয়রানির শিকার হতে হয়। এ নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা। সংক্ষিপ্ত ছুটি নিয়ে যারা আসেন, তারা কাগজপত্র সরবরাহ করতে করতে আবার বিদেশ চলে যান। তাদের কোনো কাজই হয় না। উপরন্তু, তাদের পরিবারের সদস্যদের বিদেশ নিতে চাইলেও এনআইডি কার্ডের ভুলে বিপত্তি বাধে।
জানা যায়, নির্বাচন অফিসে গত কয়েক মাস থেকে এনআইডি নিয়ে অনিয়ম আরও বেড়েছে। উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি দাস অসীম যোগদানের পর থেকে দুর্নীতিও অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। তাকে ম্যানেজ করেই সেবা আদায় করে নিতে হয় নাগরিকদের।
তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, সেবাগ্রহীতাদের ঘণ্টার পর ঘণ্টা বিনা কারণে দাঁড় করিয়ে রাখেন তিনি। এর জবাবে তিনি বলেন,
“অনিয়ম-দুর্নীতির খবর সঠিক নয়। অনেকেই সঠিক কাগজপত্র না আনায় তাদের কাগজপত্র সংশোধন হয় না”।