https://www.somoyerdarpan.com/

1504

sports

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুমিনুল-মিরাজের,অবনতি লিটন-শান্ত’র

প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪ ১৩:২৮

সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। স্পষ্টভাবে বললে নাম উঠে আসে শান্ত ও লিটনের ব্যাটিং। তবে এ ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন মুমিনুল হক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুমিনুলের। একইসাথে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আইসিসি বুধবার (২৭ মার্চ) তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। সেখানে দারুণ ব্যাটিংয়ের সুফল হিসেবে র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন মুমিনুল হক। এদিকে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়ে ১৪তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের এই দুই ক্রিকেটারের উন্নতি হলেও দুর্ভাগ্যজনকভাবে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিটন ও অধিনায়ক শান্তর। টেস্ট ব্যাটারদের তালিকায় ৭ ধাপ পিছিয়ে ১৪ তম অবস্থানে আছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ভালো শুরু করেছিলেন তিনি কিন্তু ২৫ রানের মাথায় একটি ভালো বলে আউট হয়ে যান তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক মারেন লিটন।

সিলেট টেস্টে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দুই ইনিংস মিলে ১১ রান করা লিটন ৯ ধাপ পিছিয়ে ৫৩ নম্বরে নেমে গেছেন।

লিটন ও শান্তর মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন তাইজুল ইসলাম। সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩ উইকেট নেয়া তাইজুল দুই ধাপ পিছিয়ে এখন ১৫তম স্থানে অবস্থান করছেন।