https://www.somoyerdarpan.com/
1500
bangladesh
প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪ ১২:৪৩
বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ী জেলা ডাক বাংলোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার ব্যাপারে রেলমন্ত্রী বলেন,
“ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এটি খুবই অনভিপ্রেত। এটি মূলত দায়িত্বহীনতার পরিচয়। কারণ একজন লোকোমাস্টারের ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা আশা করা যায় না। আমি আশা করব যে,আগামীতে সবাই দায়িত্বশীলতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন এবং সমস্ত রকম দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবেন”।
দুর্ঘটনার পরে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে বুধবার (২৭ মার্চ) সকাল সোয়া ৬ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ট্রেনচালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সেইসাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগের রেলওয়ে কার্যালয়।