https://www.somoyerdarpan.com/

1493

bangladesh

পাবনায় অবৈধ ইটভাটায় পরিবেশ দূষণের শঙ্কা

প্রকাশিত : ২১ মার্চ ২০২৪ ১৬:১৬

পাবনার ঈশ্বরদী উপজেলার এক ইউনিয়নেই ৫৩টি ইটভাটা। এরমধ্যে বৈধ ইটভাটা মাত্র দুটি। বাকি ৫১ টির নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। প্রশাসনের চোখে ফাকি দিয়ে চলছে এসব ইটভাটা ।

একই সাথে কয়লার পরিবর্তে পোড়ানো হয় মনমতো অনেক গাছের কাঠও। ইটভাটার কালো ধোয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, স্বাস্থ্যঝুকিতে রয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে চলে এ সকল অবৈধ ইটভাটার কার্যক্রম। এ ব্যাপারে সংবাদ প্রকাশের পর তা নজরে আসে জেলা ও উপজেলা প্রশাসনের।

বুধবার (২০ মার্চ) দুপুরে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নামে পাবনা পরিবেশ অধিদফতর। সেখানে ৩ টি ইটভাটাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

যার মধ্যে মেসার্স একতা ব্রিক্সকে ৩০ হাজার টাকা, মেসার্স পদ্মা ব্রিক্সকে ৩০ হাজার টাকা ও মেসার্স সেভেন স্টার ব্রিক্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পাবনা জেলা কার্যালয়ের মো. নাজমুল হোসেন, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) টি এম রাহসিন কবির ও ঈশ্বরদী থানার একদল পুলিশ।

অভিযান শেষে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়। একইসাথে পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও ও জিপসামের তৈরি FAL-G ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।