https://www.somoyerdarpan.com/

1492

sylhet

সিলেটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে প্রধানমন্ত্রীর সন্তুষ্টি

প্রকাশিত : ২১ মার্চ ২০২৪ ১৫:১৭

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতিশ্রুত ‘গ্রিন ক্লিন ও স্মার্ট সিটি’র বিভিন্ন উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে নগরীর ফুটপাত ও রাস্তা থেকে হকার উচ্ছেদের বিষয়ে তিনি খুশি হয়েছেন।

বুধবার (২০ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সৌজন্য সাক্ষাৎকালে সিসিকের উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসময় সিলেটে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া ছাড়াও চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোর কাজে আরও গতি আনার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি সিলেটে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগে দলীয় ঐক্যের মধ্যে বিভক্তি দেখা দেয়। যার ফলে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতার সঙ্গে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কিছুটা মনোমালিন্য দেখা দেয়।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত সরকার।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদের বক্তব্য মনযোগসহকারে শোনেন এবং সিলেটের উন্নয়নে তার আন্তরিকতার কথা জানান।

সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান,

“প্রধানমন্ত্রী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। হকার উচ্ছেদ এবং নির্বাচনী প্রতিশ্রুতি গ্রিন-ক্লিন সিটির বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তাকে অবগত করা হয়েছে। তিনি তা জানান পর খুশি হয়েছেন”।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান,

“প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি আমাদেরকে এক হয়ে কাজ করতে বলেছেন। সরকারের উন্নয়নের সুফল যাতে জনগণ সহজে পায় সে ব্যাপারেও আমাদেরকে কাজ করতে হবে। আর চলমান মেগা প্রকল্পগুলোর কাজ আরও দ্রুতগতিতে হবে”।