https://www.somoyerdarpan.com/

1490

bangladesh

বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ২১ মার্চ ২০২৪ ১৩:৩৫

অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় সারা দেশের ১৫৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার বাজার তদারকি কার্যক্রম দেখতে গিয়ে অনিয়মের দায়ে এ জরিমানা করেছে। এসময় সবগুলো দোকান ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

রমজানের শুরু থেকেই নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগসমূহে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তারই অংশ হিসেবে বুধবার (২০ মার্চ) ঢাকায় অধিদফতরের ছয়টি টিম অভিযান করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫০টি জেলায় ৫৫টি টিম একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। বাজার তদারকির মাধ্যমে ১৫৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

বাজার তদারকির এ কার্যক্রম অব্যাহত থাকবে।