https://www.somoyerdarpan.com/

1486

sylhet

জামিনে মুক্তি পেলেন কাউন্সিলর নিপু

প্রকাশিত : ২০ মার্চ ২০২৪ ১৫:৪১

সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাউন্সিলর নিপু।  কারা ফটকে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডবাসীসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের আলোচিত আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে গত ১২ ফেব্রুয়ারি সিলেট দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন আগাম জামিনের মেয়াদ শেষ হলে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে পুণরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিলেট নগরীর ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর একটি ঘনিষ্ঠসূত্র জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি,

“ হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি ওই হত্যাকান্ডে জড়িত ছিলেন না। তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলায় নিপু’র নাম জড়িয়েছে”।