https://www.somoyerdarpan.com/
1483
bangladesh
প্রকাশিত : ২০ মার্চ ২০২৪ ১৩:০৮
বুধবার (২০ মার্চ) জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্যটি উঠে এসেছে। যেখানে তালিকায় গতবছরের মতো এবারও অবস্থান পিছিয়েছে বাংলাদেশের। তালিকায় ১১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১২৯তম। তালিকায় একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ-সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বের ১৪৩টি দেশকে। সেখানে সুখের পরিমাপক হিসেবে একটি দেশের সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন (জিডিপি), গড় আয়ু ও দুর্নীতির মতো বিষয়তগুলোকে বিবেচনা করা হয়।
দুঃখজনকভাবে, সুখী দেশের তালিকায় ধারাবাহিকভাবে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার ১২৯ তম, ২০২৩ সালে ১১৮তম এবং ২০২২ সালে ৯৪ তম অবস্থানে ছিল বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮ তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম ও শ্রীলঙ্কা ১২৮ তম অবস্থানে রয়েছে।
সুখী দেশের তালিকায় শীর্ষ ১০ দেশ হলো যথাক্রমে-ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরাইল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।