https://www.somoyerdarpan.com/

1479

sports

আইপিএল খেলতে চেন্নাইয়ের পথে রওয়ানা দিলেন মুস্তাফিজুর রহমান

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪ ১৪:১৬

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে এখন টেস্ট সিরিজ শুরুর অপেক্ষা। তবে জাতীয় দলের থেকে অবসরে আছেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন থেকেই টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন কাটার মাস্টার। তাই সঙ্গীরা যখন টেস্টের প্রস্তুতি নিতে ব্যস্ত, মুস্তাফিজ ধরলেন ভারতের বিমান। তার পরবর্তী মিশন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন এই ২৮ বছর বয়সী বাঁহাতি।

আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজুর রহমানই আছেন। গত বারের মত এবারও তিনি চেন্নাই সুপারকিংসের দলেই আছেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মুস্তাফিজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ সকালে বিমানবন্দরে অপেক্ষারত ছবি আপলোড করে তিনি লিখেছেন,

তিনি লিখেছেন, “নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে উত্তেজিত। আইপিএল ২০২৪ এর চেন্নাইয়ের পথে। আমার জন্য আপনাদের দোয়া রাখুন যেন সেরাটা দিতে পারি।”

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩১ রান দিয়ে মাত্র ২ উইকেট শিকার করেছেন। তিন ম্যাচের প্রতিটিতেই ৪০ রানের বেশি খরচ করেছেন তিনি। এরপর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি মুস্তাফিজ। তবে তৃতীয় ওয়ানডেতে দলে ফিরে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছেন তিনি।

তবে গতকাল ম্যাচ খেলতে নেমে নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি মুস্তাফিজ। দশম ওভারে বল করতে নেমে প্রথম বলটি ওয়াইড করেন তিনি। কিন্তু এরপরেই পায়ে ক্র্যাম্প হওয়ায় আর বল করতে পারেননি তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

আইপিএলে পৃূর্বে থেকেই রয়েছে এই তারকার উজ্জ্বল রেকর্ড। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলেই সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছিলেন মুস্তাফিজ। এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। গত বছর মিনি নিলামে ভিত্তি মূল্য ২ কোটি রুপির বিনিময়ে তাকে দলে ভেড়ায় মহেন্দ্র ‍সিং ধোনির চেন্নাই।

২২ মার্চ আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে। ফাইনাল হতে পারে ২৬ মে। তবে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত মোট ৫১ দিন খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এরপর তাকে জাতীয় দলের ডিউটিতে যোগদান করতে হবে।