https://www.somoyerdarpan.com/

1477

health

থাইরয়েডের সাধারণ লক্ষণসমূহ-

প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪ ১৫:৩৮

বর্তমান সময়ে থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগছেন অনেকে। এমনকি ছোটদেরও এই হরমোনজনিত সমস্যা হচ্ছে। শরীরের জন্য এ থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে।

নির্দিষ্ট মাত্রার চেয়ে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিসম এবং বেশি উৎপন্ন হলে এ অবস্থাকে বলা হয় হাইপারথাইরয়েডিসম। থাইরয়েড হলে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। কয়েকটি লক্ষণ দেখে থাইরয়েডের সমস্যা নির্ণয় করা সম্ভব। যেমন-

১) হাইপারথাইরয়ডিজমের সমস্যা হলে গ্লান্ড বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে।

২) থাইরয়েড গ্লান্ডের অতিরিক্ত কার্যকারিতার ফলে প্রচণ্ড গরম লাগে, হাত পা ঘেমে যায়।

৩) পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। খাওয়ার রুচি স্বাভাবিক বা বেড়ে যাওয়ার পরও ওজন কমে যেতে থাকে।

৪) ঘন ঘন পায়খানা হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

৫) হাইপোথাইরয়েডিসমের সমস্যা হলে অবসাদগ্রস্ত লাগে।

৬) ত্বক খসখসে হয়ে যায়, ক্ষুধা মন্দা শুরু হয়, চুল পড়ে যায়।

৭) একটি বড় সমস্যা হলো, বন্ধ্যত্ব সমস্যা হতে পারে। গর্ভধারণকালে গর্ভপাত হতে পারে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিসমে শিশুর মস্তিষ্কের বিকাশ হয় না।

৭) ওজন বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, শীত শীত ভাব, কোষ্ঠকাঠিন্য, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মাসিকের সমস্যা ইত্যাদি।