https://www.somoyerdarpan.com/
2282
health
প্রকাশিত : ০৬ জুলাই ২০২৪ ১৯:৫৭
সিলেটে ঔষধের বাজার সয়লাব অবৈধ ফুড সাপ্লিমেন্ট ও স্কীন প্রডাক্টে। সিলেটের ওষুধের দোকানগুলোতে ফুড সাপ্লিমেন্ট (ক্যালসিয়াম ও ভিটামিন) নামে যা বেচাকেনা হচ্ছে, তার বেশির ভাগই অবৈধ। অর্থাৎ দেশের বাজারে বিক্রির অনুমোদন না থাকার পরও দৃষ্টি নন্দন মোড়ক লাগিয়ে এগুলোর বেচাকেনা হচ্ছে দেদারছে। আর জেনে বা না জেনেই অথবা ম্যানেজ হয়েই অনেক নামীদামি চিকিৎসকরাও ব্যবস্থাপত্রে লিখছেন এসব ফুড সাপ্লিমেন্ট ও স্কীন প্রডাক্টের নাম।
অনেক বেশি টাকা লাভের আশায় এসব অনুমোদনহীন অবৈধ ফুড সাপ্লিমেন্ট ও স্কীন প্রডাক্টস বিক্রির পেছনে কাজ করছে অনেক বড় একটি চক্র। কেননা অধিকাংশ ফুড সাপ্লিমেন্ট ও স্কীন প্রডাক্টের প্রস্তুতকারী কোম্পানিরই বাংলাদেশ ঔষধ প্রশাসনের অনুমোদন নেই। তারপরও এই নামসর্বস্ব কোম্পানিগুলো লোভনীয় অফারের বিনিময়ে এসব পণ্য বিক্রি করাচ্ছে কিছু সংখ্যক নামীদামি অর্থ লোভী নৈতিকতা বিবর্জিত চিকিৎসক, কিছু সংখ্যক অসাধু ফার্মেসির মালিক এবং মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের দিয়ে।
সিলেটে বিভিন্ন ওষুধের যেসব ফুড সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে, রেভিকাল ট্যাবলেট, বনবিয়ান ট্যাবলেট, ওমেগা-৩, ট্যাবলেট ম্যাগবিয়ান, ক্রিয়েটিন পাউডার, ক্যাপসুল বায়োমেগা, ক্যাপসুল নোভাপ্লেক্স, রয়েল প্লাস, অভাসিড ক্যাপসুল, ভালিডো ক্যাপসুল, ল্যাকটোগিন ক্যাপসুল, উনেক্স ক্যাপসুল, ক্যাপসুল লেগুম-৭৫০, জয়েন্ট গ্লু, এম-লিনা ও ড্যানজোলার সোপ, ক্যাপসুল রেটিনেক্স, ক্যাসুল এইস পাওয়ার ও ট্যাবলেট জিসিএম প্লাস। এ ছাড়া বিক্রি হচ্ছে অনুমোদনহীন কেটসাম শ্যাম্পু, কেটোনীল সাবান ইত্যাদি। আর এসব সাপ্লিমেন্টের প্রস্তুতকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো-স্কীন কেয়ার, পপুলার হেল্থ কেয়ার, মেডিকেয়ার বাংলাদেশ, গ্রীন স্কীন কেয়ার, নিউ ন্যাশন ট্রেডিং, সৈয়দ রাহেল আহমেদ, হেলদি স্যুপ, এম এন্টারপ্রাইজ, এন এম সি ডার্মা ভিশন, গ্লোবাল ফার্মা, এস এম ট্রেডিং, জাল কর্পোরেশন, ট্রাস্ট ডার্মা, প্রাইম হেল্থ কেয়ার, নিউ হেল্থ কেয়ার, গাজী ট্রেডিং, ট্রাস্ট কর্পোরেশন, জাহানারা মেডিকেল হল, ভাইটাল স্কীন, বাংলাদেশ ফার্মা, বায়োটেক, আর এস কর্পোরেশন, মার্স ট্রেড, জি এম ট্রেড, মার্স কেয়ার, ডার্মা ভিশন, রাষ্ট ট্রেড, আর বি ফার্মা, ব্যব, সিওডিল, পপুলার হেল্থ কেয়ার লি:, এস এন্টারপ্রাইজ, এম কে কর্পোরেশন, ব্রাদার্স টেকনোলজি, জি এস হেল্থ কেয়ার সহ বেশ কিছু নামসর্বস্ব ভূয়া কোম্পানি।
ঔষুধ প্রশাসন বলছে, এদের কারোরই ফুড সাপ্লিমেন্ট, শ্যাম্পু বা সাবানের আমদানি, উৎপাদন বা বিপণনের কোন অধিকার নেই। অথচ কোন অদৃশ্য কারণে সিলেটর সহজ-সরল অসহায় রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রায় ১০০ টি নামসর্বস্ব কোম্পানি।
উল্লেখ্য যে, প্রডাক্টেরট দাম দেশী কোম্পানি থেকে কয়েকশত গুন বেশি। যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কিটকোনাজল সেস্পু এর দাম ১৭৫ টাকা, অথচ সেই বিদেশি নামদারী কিটোসাইট সেম্পু ৬৯৫ টাকা। এই বিদেশি ওষুধগুলো কোথায় প্রস্তুত করা হয় তা সবাই জানেন। সরকারের অনুমোদনহীন Drug-to-Antibody Ratio (DAR) নাম্বার ছাড়া কে এই ঔষধের দাম নির্ধারণ করে দিচ্ছ। তা অনেকেরই বোধগম্য নয়।
সিলেটে ছোট-বড় প্রায় বেশীরভাগ ফার্মেসিতেই দেখা মিলেছে ফুড সাপ্লিমেন্ট ও স্কীন প্রডাক্টের। আর দেখা পাওয়া যাবেই না কেন? অনেক নামীদামি চিকিৎসকরা রীতিমতো ব্যবস্থাপত্রে লিখছেন এগুলোর নাম।