https://www.somoyerdarpan.com/

1476

sports

বাংলাদেশ -শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে মাঠে গুরুতর আহত জাকের আলী অনিক

প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪ ১৫:১৪

আহত জাকের আলী অনিককে হাসপাতালে নেয়া হচ্ছে। ইনিংসের শেষ ওভারে প্রমোদ মাদুশানের ক্যাচ ধরতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে সংঘর্ষে আহত হন জাকের। এরপরে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।

সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করে লঙ্কানরা। দুর্ভাগ্যজনক ফিল্ডিংয়ে নেমে একইদিন তিন ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়েছে ইনজুরি নিয়ে। এর মধ্যে আহত জাকের অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।

ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন তাসকিন আহমেদ। তার করা পঞ্চম বলে ক্যাচ তুলে দেন মাদুশানা। ক্যাচ ধরতে এগিয়ে যান বিজয় ও বদলি নামা ফিল্ডার জাকের আলী। দুজনেই একসঙ্গে বলের নিচে গেলে সংঘর্ষ হয়। দুজনেই মাটিতে পড়ে গেলেও বিজয় ক্যাচটি নিতে সফল হন। তিনি উঠে গেলেও জাকের পড়ে থাকেন মাটিতে। পরে অবস্থার উন্নতি না হলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় জাকেরকে।

আরও দুই ক্রিকেটার ও আহত হন এই মাঠে। এর আগে বাউন্ডারি ঠেকাতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন সৌম্য। পরে বল করতে গিয়ে অস্বস্তিতে পড়েন মুস্তাফিজ। স্ট্রেচারে করে বাংলাদেশি এই পেসারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে ফিরে আসেন সৌম্য। তারপরেই আহত হন জাকের।