https://www.somoyerdarpan.com/
1474
bangladesh
প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪ ১৩:১১
সোমবার (১৮ মার্চ) রাজধানীতে রাজউকের অভিযানের প্রতিবাদে রেস্তোরা মালিক সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইমরান হাসান।
সংবাদ সম্মেলনে অভিযান বন্ধ করে রেস্তোরাগুলো খুলে দেয়ার দাবিতে তিনি বলেন,“ নতুবা প্রতীকী হিসেবে একদিন দেশের সব রেস্তোরা বন্ধের কর্মসূচী দেয়া হবে।”
গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি সাততলা ভবনে আগুন লাগে। সেই আগুনে ৪৬ জনের মৃত্যূ হয়। ওই ভবনের প্রায় প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্ট ছিল। এ অগ্নিকাণ্ডের পরই রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেজ্ঞরা । তারপর থেকে শুরু হয় রেস্তোরাগুলোতে অভিযান। খতিয়ে দেখা হচ্ছে ভবনের অগ্নিনিরাপত্তার বিষয়টি।
রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বেইলি রোডসহ রাজধানীতে সব আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন।
এদিকে রাজধানী ঢাকায় হোটেল ও রেস্টুরেন্টে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে সোমবার (১১ মার্চ) রিট করা হয়। রিটে হোটেল, রেস্টোরেন্ট পরিচালনায় সব শর্ত পূরণে সময়ও চাওয়া হয়।
তারপর,মঙ্গলবার (১২ মার্চ) হোটেল, রেস্টুরেন্টে হয়রানিমূলক বা এলোমেলোভাবে অভিযান পরিচালনা না করে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করতে বলে হাইকোর্ট। এছাড়াও আইন অনুযায়ী যারা রেস্টুরেস্ট পরিচালনা করছেন, তাদের হয়রানি করা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করা হয়।
প্রশাসনিক এ অব্যবস্থাপনার বিরুদ্ধে রেস্তোরা মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন,
“এখন পর্যন্ত ৮০০ আর সরপ্রশাকারি হিসেবে ২৫০ এর মতো রেস্তোরা বন্ধ হয়েছে। রাষ্ট্রযন্ত্র একটি ব্যবসায়ী খাতকে এভাবে ধ্বংস করতে পারে না।”